Connect with us
ক্রিকেট

আজ প্রথম টি-টোয়েন্টিতে জয়ের ছন্দে ফিরতে চায় বাংলাদেশ

Bangladesh team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

ক্রিকেটের কোনো ফরমেটেই সময়টা বাংলাদেশের জন্য ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বশেষ খেলা ১৪ ম্যাচের ১৩-তেই হেরেছে টাইগাররা। এবার জয়ের ছন্দে ফিরতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমন কোথায় জানালেন দলটির অধিনায়ক লিটন কুমার দাস।

আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে লিটন বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয় সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব (ছন্দে ফেরার)। সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের শতভাগ দিয়ে খেলার। বাকিটা দেখা যাক।’

লঙ্কানদেরকে ঘরের মাঠে শক্তিশালী মানলেও লড়াই করতে চান তিনি, ‘অবশ্যই (শ্রীলঙ্কা) বেটার ছিল দেখেই (ওয়ানডে সিরিজে) রেজাল্ট করতে পেরেছে। তারা নির্দিষ্ট দিনে ভালো খেলতে পেরেছে, আমরা পারিনি। টি-টোয়েন্টি ফরম্যাট এমন, নির্দিষ্ট দিনে ২-৩ জন ভালো করলে ম্যাচ বের করে নিতে পারবেন। হোম গ্রাউন্ডে ওরা অনেক ভালো দল। বোলিং সাইডও অনেক ভালো আমার মনে হয়, মিস্ট্রি টাইপের বোলার আছে। তাই আমাদের চেষ্টা করতে হবে।’


আরও পড়ুন:

» আবারও জোড়া গোলে মেসির ম্যাজিক, জয়ের রাতে গড়লেন রেকর্ড

» রিয়ালকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি


ওয়ানডের পর মাঝে একদিনের বিরতির পর টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে লিটন বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এমন সময় আসবে। বিপিএলে খেললে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়। মনে হয় না খুব একটা ইফেক্ট পড়বে, কারও পড়লে আমরা অবশ্যই ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারে চিন্তা করব।’

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট