
ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরেই। তবে গুঞ্জন উঠেছে মায়ামির মায়ায় পড়ে আরও এক মৌসুম থাকতে যাচ্ছেন ফুটবল জাদুকর মেসি। এই খবর ভক্তদের মধ্যেও নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি ও ইন্টার মায়ামির মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষই এক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত মেসি মায়ামিতেই খেলবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
» বিশাল হারে শিরোপা স্বপ্নভঙ্গ হলো বাংলার মেয়েদের
» মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে দলে ভেড়াচ্ছে মায়ামি
এদিকে সৌদি আরবের ক্লাব আল-আহলি থেকে বড়সড় প্রস্তাব এলেও মেসি আপাতত সেই লোভনীয় ডাক উপেক্ষা করে যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার সিদ্ধান্তে অটল বলেই মনে হচ্ছে।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল আহলি মেসিকে তাদের প্রো লিগে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে।
আন্তর্জাতিক ফুটবলে এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। আর সেই বিশ্ব মঞ্চে তিনি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে অংশ নেবেন—এই ভাবনাটাই সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে।
এর আগে ২০২৩ সালে পিএসজি ছাড়ার পরও সৌদি আরবের কাছ থেকে মেসি প্রস্তাব পেয়েছিলেন, তবে সেবার তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে বেছে নেন। মায়ামিতে দুটি ট্রফি জিতলেও, এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি মেসি।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
