Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা, কবে-কখন খেলা?

Bangladesh u19 cricket team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি- বিসিবি

২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে এবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের টাইগার ক্রিকেটাররা। এবার প্রকাশিত হলো তিন জাতির এই প্রতিযোগিতার সময়সূচি।

চলতি মাসের শেষে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজে খেলা হবে মোট ১০ ম্যাচ। যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্ব শেষে তিন দলের মধ্য থেকে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

আগামী ২৫ জুলাই সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ যুব দল। আর দ্বিতীয় ম্যাচে ২৮ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবা টাইগাররা। 


আরও পড়ুন:

» ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশাবাদী লঙ্কান ক্রিকেটার

» পেদ্রোর নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি


প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ১৬ দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় ১০ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে সিরিজের। যেখানে লিগ পর্বে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আরও মাঠে নামবে ৩১ জুলাই, ১ আগস্ট, ৬ আগস্ট ও ৮ আগস্ট।

একনজরে ত্রিদেশীয় সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু
২৫ জুলাই জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা সানরাইজ স্পোর্টস ক্লাব
২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
২৯ জুলাই জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
১ আগস্ট জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৪ আগস্ট জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৮ আগস্ট জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
১০ আগস্ট ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব

উল্লেখ্য, আগামী বছর এই জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে বাংলাদেশ ছাড়াও জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬ দলের টুর্নামেন্টে বাকি দল গুলো আসবে বাছাইপর্ব পেরিয়ে।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট