Connect with us
ক্রিকেট

এশিয়ান কাপের টিকিট নিয়ে ফিরেই যা বললেন পিটার বাটলার

Bangladesh women football coach Peter Butler
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি- বাফুফে

 

মিয়ানমার থেকে গতকাল রাতেই দেশে ফিরেছেন নারী ফুটবল দল। বিলম্ব হলেও মধ্যরাতেই আয়োজিত হয়েছে ঋতুপর্ণা-আফঈদাদের সংবর্ধনা অনুষ্ঠান। কেননা প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার টিকিট কেটেছে বাংলাদেশ নারী দল। বাফুফে কর্তৃক আয়োজিত সংবর্ধনায় কথা বলেছেন দলটির প্রধান কোচ পিটার জেমস বাটলার।

এসময় অল্প কথায় সবাইকে ধন্যবাদ জানালেন তিনি। ইতিহাস গড়া মেয়েদের প্রশংসায় ভাসিয়েছেন বাটলার। মধ্যরাতে অনুষ্ঠিত এই সংবর্ধনায় তিনি বলেন, ‘আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব। কারণ সকাল হতে বেশি দেরি নেই। আমি এই সময়ে কথা বলতে অভ্যস্ত নই। প্রথমত বাফুফে সভাপতি, মিস কিরণ, কমিটির সদস্য, সব খেলোয়াড় এবং টিম স্টাফ সবাইকে কৃতজ্ঞতা। আপনাদের ছাড়া আমরা এখানে আজ থাকতে পারতাম না।’

মিয়ানমার থেকে ফিরে সরাসরি রাত তিনটার দিকে হাতিরঝিলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যান নারী দল।মধ্যরাতে আয়োজন হলেও ইতিহাস গড়া ফুটবলারদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিল বেশ অনেক ভক্ত সমর্থক। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বাটলার, ‘বিশেষ করে সমর্থকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এত রাতেও তারা এসেছেন, আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ।’


আরও পড়ুন:

» সংবর্ধনায় বিশ্বকাপে খেলার প্রত্যাশা জানালেন ঋতুপর্ণারা

» এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস


সাফল্য পেতে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ দল, সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কঠিন একটা সপ্তাহ ছিল এবং আমি বলব, সম্ভবত এটা স্রেফ কঠিন একটা সপ্তাহ ছিল না, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, সবশেষ ৯ থেকে ১২ সপ্তাহ আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

বাটলার যোগ করেন, ‘গত বছর থেকে যেটা শুরু হয়েছিল, আমাদের ওঠা-নামার মধ্য দিয়ে যেতে হয়েছে। টালমাটাল সময় ছিল। তবে, এই মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। মেয়েরা যা করেছে, সে জন্য তাদের ধন্যবাদ। টিম স্টাফসহ সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের খেলায় নিজেদের সবগুলো ম্যাচ জিতে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট