Connect with us
ফুটবল

এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস

Real Madrid's bus leaves Mbappe behind
ডোপ টেস্টের কারণে টিম বাস মিস করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

মাঠে গোল করলেও মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও, ম্যাচের পর ডোপ টেস্টের কারণে টিম বাস মিস করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড।

ফলে তাঁকে রেখেই নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে হয়েছে দলের বাকি সদস্যদের।

বাংলাদেশ সময় রোববার সকালে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের তৃতীয় ও শেষ গোলটি করেছেন এমবাপ্পে। কিন্তু খেলা শেষে রুটিন ডোপ টেস্টের জন্য তাঁকে ডাকা হয়, যা প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক বেশি লেগে যায়।

আরও পড়ুন:

» ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরিবারে এলো নতুন সদস্য

» ৫ মাসের জন্য মাঠের বাইরে জামাল মুসিয়ালা

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে স্টেডিয়াম থেকে বের হন স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে, যখন টিম বাস প্রায় এক ঘণ্টা আগেই রওনা দিয়েছিল। পরে একটি কালো গাড়িতে চড়ে তিনি বিমানবন্দরে সতীর্থদের সাথে যোগ দেন।

যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই এমবাপ্পের সময়টা খারাপ যাচ্ছে। প্রথমে জ্বরে ভুগেছেন, এরপর পেটের পীড়ায় হাসপাতালেও ভর্তি ছিলেন। ফলে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই তিনি খেলতে পারেননি। ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে জুভেন্টাসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে খেললেও, এবার ডোপ টেস্টের কারণে বাস মিসের ঘটনা তাঁর জন্য নতুন নয়। গত বছর পিএসজিতে থাকতেও ডর্টমুন্ডের বিপক্ষেই চ্যাম্পিয়নস লিগ ম্যাচ শেষে ডোপ টেস্টের কারণে তাঁকে রেখে টিম বাস চলে গিয়েছিল।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল