Connect with us
হকি

এশিয়া কাপ হকিতে শক্তিশালী চীনকে হারিয়ে দিল বাংলাদেশ

Bangladesh wins third consecutive Asia Cup hockey title
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে চীনের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের জয়রথ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তরুণ টাইগাররা। এই দাপুটে জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে লাল সবুজের দল।

এর আগে বাংলাদেশ তাদের পুল পর্ব শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করে।

রোববার চীনের দাঝুতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। সপ্তম মিনিটেই ইসমাইলের দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ কাটতে না কাটতেই আসে দ্বিতীয় গোল। বিশাল আহমেদের শক্তিশালী হিটে ব্যবধান দ্বিগুণ হয়, যা চীনের খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করে। প্রথম কোয়ার্টারে দুই গোলের লিড নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে। দ্বিতীয় কোয়ার্টারে যদিও কোনো দলই জালের দেখা পায়নি, তবে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট।

আরও পড়ুন:

» বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে কী করতে হবে

» নেইমারের পরিবারে এলো নতুন সদস্য

তৃতীয় কোয়ার্টারে চীন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে বাংলাদেশের অদম্য আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পারফরম্যান্স তাদের এই প্রচেষ্টাকে সফল হতে দেয়নি। চীনের গোলের পরপরই বাংলাদেশ যেন আরও তেঁতে ওঠে। জনি ইসলাম, ইসমাইল (তার দ্বিতীয় গোল) এবং অমিত হাসানের পরপর লক্ষ্যভেদে বাংলাদেশ আবারও ম্যাচের চালকের আসনে বসে।

চতুর্থ কোয়ার্টারে চীন আরও একটি গোল করে ম্যাচে সামান্য উত্তাপ ফেরানোর চেষ্টা করলেও, তা বাংলাদেশের জয়রথ আটকাতে যথেষ্ট ছিল না। ৫-২ গোলের এই জয় তাদের টানা তিন ম্যাচের জয়ের ধারা অব্যাহত রেখেছে।

আগামীতে পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি তাদের জন্য একটি বড় পরীক্ষা হলেও, টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তরুণ হকি দল।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি