Connect with us
ফুটবল

জোতাকে নিয়ে বাফুফে ও জামালদের শোক বার্তা

BFF and Jamal's condolence message for Jota
জোতার আকস্মিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকে কাঁদিয়ে মাত্র ২৮ বছর বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা। এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই গাড়িতে থাকা তার ভাইও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স ও মার্কাসহ বিভিন্ন পর্তুগিজ সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (৩ জুলাই)স্পেনের জামোরায় এই আকস্মিক গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এ-৫২ মহাসড়কে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা।

জোতার এমন মর্মান্তিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন দেশের ক্লাব ও ফেডারেশনগুলো। একইভাবে বাংলাদেশের ফুটবলাররাও তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন:

» সতীর্থের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না রোনালদো

» মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে লিভারপুলের ট্রফিজয়ী তারকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘দিয়েগো জোতা, পর্তুগিজ ফুটবলার যিনি সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তার ভাই যিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন এক পোস্টে লিখেছেন, ‘এক সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাল ক্রীড়া বিশ্ব, মাত্র ২৮ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন দিয়েগো জোরা। তার উদ্দীপনা ও দৃঢ়সংকল্প সারাজীবন মনে রাখবে সমর্থকেরা।’

বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন এক পোস্টে লিখেছেন, ‘জীবন খুবই ছোট, মাত্র কয়েকদিন আগে বিয়ে করেছিল তিনি! বিশ্বাসই হচ্ছে না।’

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক শোক বার্তায় লিখেছে, ‘পর্তুগালের নাগরিক ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রের দুঃখজনক মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করছে। এই অত্যন্ত কঠিন সময়ে তাঁদের পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্বজুড়ে ফুটবল সম্প্রদায়ের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

সবশেষ মৌসুমেই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেন জোতা। এরপর গত মাসেই পর্তুগালের জার্সিতে জিতেন উয়েফা নেশনস লিগের শিরোপা। মাঠ মাতিয়ে মাঠের বাইরেও দারুণ সময় কাটছিলো তার। মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন তিনি। তবে সুখ বেশিদিন স্থায়ী হলো না এই তারকা ফরোয়ার্ডের। এর মধ্যেই ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল