Connect with us
ফুটবল

দেশের ভবিষ্যত তারকা হয়ে উঠবেন ইমান ও বিতশোক চাকমা?

Eman Alam and Bitoshok Chakma
ইমান আলম ও বিতশোক চাকমা। ছবি- সংগৃহীত

সম্প্রতি প্রবাসী ফুটবলারদের নিয়ে তিন দিনব্যাপী ট্রায়ালের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে অংশ নিয়েছিলেন ইউরোপ-আমেরিকার ৪৯ প্রবাসী ফুটবলার। তাদের মধ্য থেকে দুই তরুণ সম্ভাবনাময় খেলোয়াড় নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের।

তারা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতশোক চাকমা এবং ইংল্যান্ড থেকে আগত ইমান আলম। তারা দুজনেই বাফুফের ট্রায়ালে ছিলেন অনূর্ধ্ব-১৯ স্পেশাল দলে। উভয় ফুটবলারই চমক দেখিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন। বিতশোক এক অসাধারণ গোলও করেছেন ট্রায়াল ম্যাচে। আর স্কোর করতে না পারলেও নিজের সামর্থ্য দারুন ভাবে জানান দিয়েছেন ইমান।

ইমান খেলেন উইঙ্গার পজিশনে। যেখানে তার বল নিয়ন্ত্রণের পারদর্শিতায় মুগ্ধ সকলেই। নিজের পছন্দের ফুটবলার নেইমারের মত ড্রিবলিং দক্ষতা আয়ত্ত করেছেন ইংল্যান্ডের সপ্তম ডিভিশনে খেলা ইমান। তিনি স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি-গায়ে জড়ানোর। দেশে ফিরে তিনি বলেছিলেন, নেইমারের মত অনেক স্কিল শিখেছেন তিনি। যা কাজে লাগাতে চান দেশের হয়ে।


আরও পড়ুন:

» বিদায়ের পর সৌদি ক্লাবকে কঠিন প্রতিপক্ষ বললেন গার্দিওলা

» ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে বর্ষসেরা পুরস্কার চালু করছে বিসিবি


আর সাদা চুলের বিতশোক চাকমাও দারুন ভাবে নজর কেড়েছেন সকলের। নিজের দৃষ্টিনন্দন চুলের মতো মাঠের খেলায়ও অসাধারণ তিনি। বল পায়ে তার স্কিল, ড্রিবলিং ও ঠান্ডা মাথার ফিনিশিং দক্ষতা যেন দেশের অনেক সিনিয়র ফুটবলারের থেকেও উন্নতর, এমনটাই মনে করছেন ভক্ত সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ব্রুকলিন এফসির এই খেলোয়াড় নজরে এসেছেন হাভিয়ের কাবরেরারও।

যদিও ট্রায়ালের আগে জানা গিয়েছিল এখান থেকে সরাসরি কোন ফুটবলার জাতীয় দলে আসার সম্ভাবনা কম। তবে বাংলাদেশের বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়ে ধাপে ধাপে উপরে উঠতে পারেন তারা। অবশ্য এও বলা হয়েছিল যদি কেউ অবিশ্বাস্য রকমের কিছু করে দেখান, তার জন্য যেকোনো দরজা খোলা থাকতে পারে।

আর এই ট্রায়ালে ইমান আলম কিংবা বিতশোক চাকমার মত আরো বেশ কিছু ফুটবলার নিজেদের প্রতিভার জানান দিয়েছেন। যাদের নিয়ে প্রত্যাশা রাখতেই পারে দেশের ফুটবলপ্রেমীরা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ফুটবলারদের ট্রায়াল মূল্যায়ন করেনি ফুটবল ফেডারেশন। তবে আজ এ বিষয়ে কথা বলতে পারে বাফুফে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল