
ব্রাজিলের ক্লাবগুলোর জয় রথ যেন থামছেই না। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠে এসেছিল দেশটির চার ক্লাব। যেখান থেকে ইতোমধ্যে দুটি ক্লাব নিশ্চিত করেছে নিজেদের কোয়ার্টার ফাইনাল খেলা। যার মধ্যে আজ ইন্টার মিলানকে পরাজিত করে সেরা আটে নিজেদের অবস্থান করে নিল ফ্লুমিনেন্স।
গতকাল সোমবার রাতে শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সুপার সিক্সটিন ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করেছে ফ্লুমিনেন্স। যদিও এদিন লড়াই করার চেষ্টা চালিয়েছে মিলান। পুরো ম্যাচে তাদের দুটি শট বারে লেগে ফিরে আসে। তা না হলে, ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
সদ্য চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ দল ইন্টার মিলান যেন গোটা ম্যাচেই খেলায় ফেরার লড়াই চালিয়েছে। এদিন ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে মিলান। ফ্লুমিনেন্সের হয়ে গোল করেন জার্মান ক্যানো। এরপর প্রথমার্থে একাধিক আক্রমণ করলেও প্রতিপক্ষের কঠিন রক্ষণ ভেদ করে সফলতা পায়নি মিলান।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপে রিয়ালের নকআউট ম্যাচসহ আজকের খেলা (১ জুলাই ২৫)
» মেসি সম্পর্কে অজানা ১০ তথ্য, জানলে অবাক হবেন
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় দলটি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে গোল করে ফ্লুমিনেন্সের গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন হারকিউলিস। এতে করে জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার নিশ্চিত করল দলটি। এর আগে স্বদেশি ক্লাব বোটাফোগোকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে পালমেইরাস।
ক্রিফোস্পোর্টস/১ জুলাই২৫/এফএএস
