
রাজনৈতিক বৈরীতার কারণে দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয় না ভারত এবং পাকিস্তানের মধ্যকার কোনও দ্বিপাক্ষিক সিরিজ। সাধারণত আইসিসি এবং এসিসির বিভিন্ন ইভেন্টে মুখোমুখি দেখা যায় ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে। তবে এবার যেন সেই সুযোগ টুকুও বন্ধ করে দিচ্ছে ভারত।
জানা গেছে এখন থেকে আর কোন বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চায় না ভারত। বিশেষ করে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান যেন ভিন্ন গ্রুপে থাকে, সেই বিষয়ে আইসিসিকে অনুরোধ করবে দেশটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী আসন্ন বিশ্বকাপে যাতে পাকিস্তানের সাথে একই গ্রুপে না পরে, সেটাই চায় ভারত। এতে দেশ দুটির টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে যাবে।
আরও পড়ুন:
» বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে আজ ফাইনালে উঠতে পারবে লাহোর?
» জয়ের পর নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে যা জানালেন সাকিব
এর আগে বিভিন্ন টুর্নামেন্টে দর্শক আগ্রহের কথা মাথায় রেখে ভারত-পাকিস্তানকে রাখা হতো একই গ্রুপে। এতে এক টুর্নামেন্টে একাধিকবার মুখোমুখি হয়ে যেত দেশ দুটি। তবে বর্তমান পরিস্থিতিতে আর এমন কিছু চায় না ভারত।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে এমন খবর। যেখানে সেই সূত্র বলেছে বিষয়টি আইসিসির বার্ষিক সম্মেলনে আলোচনা করা হবে। আগামী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এই সভা।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/এফএএস
