
লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। যদিও প্রথম ম্যাচে ব্যাটে-বলে ছিলেন মলিন। তবে এবার গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে নিজের ঝলক রাখলেন সাকিব।
গতকাল রাতে করাচি কিংসকে বিদায় করে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে লাহোর কালান্দার্স। জয় তুলে নিয়েছে ৬ উইকেটের। যেখানে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পান সাকিব। আর সেখানেই মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ১ উইকেট। যদিও ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি; তবে ফিল্ডিংয়ে ছিলেন দুর্দান্ত।
ম্যাচ শেষে পাকিস্তানের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। পিএসএলে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি এর আগেও পিএসএল খেলেছি এবং এটা সবসময়ই বেশ ভালো ছিল। যতবারই আমি পিএসএল খেলতে এসেছি প্রত্যেকবারই অভিজ্ঞতা দারুণ ছিল। পাকিস্তান সুপার লিগ অনেক উন্নতি করেছে গত ১০ বছরে।’
আরও পড়ুন:
» আবারও পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন রিশাদ
» করাচিকে বিদায় করে ফাইনালের আরও কাছে সাকিব-রিশাদরা
নিজের প্রত্যাবর্তন নিয়ে সাকিব বলেন, ‘যখন আপনি লম্বা সময় পর ক্রিকেটে ফিরবেন, আপনি অবশ্যই উচ্ছ্বসিত থাকবেন। এর পাশাপাশি আপনার শরীর কেমন সাড়া দিচ্ছে সেটাও দেখতে হবে। অনেকদিন পর খেলা কিছুটা ভিন্ন কিন্তু এটা আমার জন্য ভালো হয়েছে। লাহোর কালান্দার্সের আসন্ন ম্যাচগুলো অবশ্যই আমার জন্য ভালো হবে।’
জাতীয় দলে আপাতত চিন্তা করা হচ্ছে না সাকিবকে নিয়ে। তবে তার ভবিষ্যত ভাবনা কী? এবিষয়ে তিনি জানান, ‘আমি এখনও বিভিন্ন লিগ খেলতে চাই, এর মধ্যে পাকিস্তান সুপার লিগও রয়েছে। আগামী চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে বর্তমানে কিছু চুক্তি রয়েছে। তাই অবশ্যই লিগগুলো খেলবো ইনশাআল্লাহ।’
জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও সব সময় খোঁজ খবর রাখছেন তিনি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব। উভয় দলে দারুন কিছু তরুণ ক্রিকেটার আছে, যাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন তিনি। রোমাঞ্চকর একটি সিরিজ দেখতে চান সাকিব।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/এফএএস
