Connect with us
ক্রিকেট

আবারও পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি- লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসরে শুরুর দিকে খেলেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ফিরে এসেছিলেন বাংলাদেশে। মাঝে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। এবার প্লে-অফের ম্যাচ খেলতে আবারও পাকিস্তান গেলেন প্রেসার।

আজ বৃহস্পতিবার দুপুর একটার কিছুক্ষণ পর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রিশাদ হোসেনের দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

নিজেদের সেই পোস্টে রিশাদ হোসেনের ছবি প্রকাশ করে তার স্ট্যাটাসে লাহোর লিখেছে, ‘দেখো কে ফিরে এসেছে! এটা রিশাদ হোসেন; করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন।’

এছাড়া দলটির ফেসবুক পেইজে একটা ভিডিও বার্তা দিয়ে রিশাদ হোসেন বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি ফিরে এসেছি লাহোর কালান্দার্স ফ্যামিলিতে। তোমাদের সাথে মাঠে দেখা হচ্ছে। চলো একসাথে দলের জন্য করি।’


আরও পড়ুন: 

» ইয়ামালকে দেখে বদলেছেন কৌশল, কে এই আশা জাগানো মুরশেদ?

» লজ্জাজনক পরাজয়ে বিব্রতকর দুই বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ


 

আজ রাতেই করাচি কিংসের বিপক্ষে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে মাঠে দেখতে পাওয়ার কথা রয়েছে রিশাদ হোসেনকে। তিন টাইগার ক্রিকেটারই খেলছেন একই দলে। যদিও গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন রিশাদ। ২৪ ঘন্টার ব্যবধানে আবারও তাকে দেখা যেতে পারে মাঠে।

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট