Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ে আবেগাপ্লুত, যা বললেন আমিরাত অধিনায়ক

UAE captain talks after beat Bangladesh
ম্যাচ জিতে কথা বললেন আমিরাত অধিনায়ক। ছবি- সংগৃহীত

কথায় আছে– কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ। ঠিক একই অবস্থা যেন বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের বেলায়। যেখানে আইসিসির সহযোগী এই দেশের কাছে সিরিজ পরাজিত হয়ে লজ্জায় পড়েছে টাইগার ক্রিকেটাররা; আর বাংলাদেশকে হারিয়ে আনন্দে ভাসছে আরব আমিরাত।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণভাবে জিতেছিল বাংলাদেশ। তবে এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিক আরব আমিরাত। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে রীতিমতো আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে আইসিসির এই সহযোগী দেশ। টি-টোয়েন্টি সিরিজ তারা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

সিরিজ জয়ের পর সম্প্রচারকারী মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই জয়ে আমি খুব খুশি। আমাদের স্টাফ, ম্যানেজমেন্ট এবং বোর্ডকে অভিনন্দন জানাই। আমি খুব খুশি যদ আমরা ইতিহাস গড়েছি। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’


আরও পড়ুন:

» আমিরাতকে কৃতিত্ব দিয়ে ম্যাচ হারের কারণ জানালেন লিটন

» সাকিব-মিরাজদের প্লে-অফ ম্যাচসহ আজকের খেলা (২২ মে ২৫)


 

দলের সকলকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘এই সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট। যারা আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তারাও দারুণ পারফর্ম করেছে। হায়দার আলি অভিষেকেই অসাধারণ বোলিং করেছে।’

এছাড়াও দারুন পারফর্ম করে বাংলাদেশকে হারানো এই সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াসিম পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে কী, আমরা কখনোই আশা হারাইনি। আমরা এমন কন্ডিশনে খেলতে অভ্যস্ত। প্রথমবারের মতো এই ট্রফি জিতলাম। আমি এই পুরস্কারটি আমার ছেলেকে উৎসর্গ করতে চাই।’

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট