
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে অল্পের জন্য দুইশ ছুঁতে না পারলে দ্বিতীয় ম্যাচে দুইশ পেরিয়েছিল টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মুখে পড়ে সফরকারীরা। তবে শেষদিকে জাকেরের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে লাল-সবুজের দল।
বুধবার (২১ মে) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে খেলেন তানজিদ তামিম। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম বলেই ডাক মেরে ফেরেন। এরপর তিনে নামা লিটনও তানজিদের সঙ্গে তাল মিলিয়ে শুরু করেন। কিন্তু ১০ বলে ১৪ রানের বেশি করতে পারেননি টাইগার অধিনায়ক।
আরও পড়ুন :
» মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও মুম্বাইয়ের সংগ্রহ ১৮০
» কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
দলীয় ৩১ রানে লিটন ফিরে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে তাওহীদ হৃদয় (০), শেখ মেহেদিরা (২) ফিরে যান। কিছুক্ষণ পরেই হৃদয়-মেহেদিদের দেখানো পথে হাঁটেন অপরপ্রান্তে দারুণ খেলতে থাকা তানজিদ। ৪ চার ও ৪ ছক্কার মারে ১৮ বলে ৪০ রান করে ফেরেন এই ওপেনার।
এরপর শামিম হাসান ও রিশাদ হোসেনরাও উইকেট বিলিয়ে দেন। শামিম ১২ বলে ৯ এবং রিশাদ ২ বল খেলে রান খাতা খুলতে ব্যর্থ হন। এছাড়া তানজিম হাসান সাকিব ১২ বলে ৬ রান করে ফিরে যান।
শেষদিকে জাকের আলিকে সঙ্গ দেন হাসান মাহমুদ। নবম উইকেটে হাসানকে নিয়ে ২৬ বলে ৪৪ রান যোগ করেন তিনি। তবে দলীয় ১২৮ রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান জাকের। এই উইকেট ব্যাটার ৩৪ বলে ৪১ রান করেন।
জাকের ফেরার পর শেষ উইকেট জুটিতে শরিফুল ও হাসান মিলে ১২ বলে ৩৪ রান যোগ করেন। হাসান ১৫ বলে ২৬ এবং শরিফুল ৭ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন।
আরব আমিরাতের হয়ে চার ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন হায়দার আলী। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সগীর খান ও মতিউল্লাহ খান।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি
