
নাহিদ রানা ও রিশাদ হোসেন ফিরে আসার পর এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছিল না আর কোন বাংলাদেশি ক্রিকেটার। তবে শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে নিয়ে শক্তিমত্তা বাড়ায় রিশাদের দল লাহোর কালান্দার্স। এরপর প্লে-অফের আগ মুহূর্তে একই দলে খেলার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজও।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেশোয়ার জালমিকে পরাজিত করে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। যেখানে নিজেদের খেলা ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে সাকিব-মিরাজের দল। আর তাই সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাচ্ছে না তারা। আগে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অর্থাৎ কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেখান থেকে জয়ী দল সরাসরি পৌঁছে যাবে পিএসএলের ফাইনালে। আর পরাজিত দলকে ফাইনালে উঠতে হলে খেলতে হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ।
আরও:
» মুম্বাই ম্যাচের আগে দুশ্চিন্তায় দিল্লি, পরিত্যক্ত হলে সমীকরণ কী?
» প্লে-অফের আশা বাঁচাতে আজ মাঠে নামছে মুস্তাফিজের দিল্লি
এদিকে চতুর্থ অবস্থানে থাকায় সাকিব-মিরাজদের লাহোর খেলবে প্রথম এলিমিনেটর ম্যাচ। যেখানে তাদের খেলা হবে তৃতীয় অবস্থানে থাকা করাচি কিংসের বিপক্ষে। আগামীকাল রাত সাড়ে ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচেই প্রথমবারের মতো দেখা যেতে পারে মেহেদী মিরাজকে।
প্রথম এলিমিনেটর ম্যাচ জিতলে তবেই কেবল দ্বিতীয় এলিমিনেটর খেলার সুযোগ পাবে লাহোর। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে কোয়েটা এবং ইসলামাবাদের মধ্যে পরাজিত দলকে পাবে। আগামী ২৩ মে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
আর দ্বিতীয় এলিমিয়োটরে জয়ী দল পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ারে জয়ী দলের সঙ্গে। পরবর্তী ২৫ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের পিএসএলের। তার আগে আজ রাতে কোয়ালিফায়ার খেলতে মাঠে নামবে কোয়েটা এবং ইসলামাবাদ।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/এফএএস
