
টানা দ্বিতীয়বারের মতো নারী অনূর্ধ্ব-১৯ দল সাফ চ্যাম্পিয়ন হলেও এখন পর্যন্ত বাংলাদেশের ছেলেদের জেতা হয়নি বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। তবে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো ট্রফি জিততে চায় অনূর্ধ্ব-১৯ দল। সেই লক্ষ্যে ভারতের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের অরুণাচলের ইউপিয়ায় গোল্ডেন জুবলি স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিকদের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে গতকাল ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে ফাইনালিস্ট দুদলের অধিনায়ক ও কোচ।
এরপর ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের জন্য দেশবাসীর দোয়া চান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারি।’
আরও পড়ুন:
» ছক্কা মেরে ৩ বার বল হারালেন ইমন, সেঞ্চুরি হাকিয়ে যা বললেন
» অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন সাকিব, যা বললেন মাঠে নামার আগে
ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা বলেন, ‘ভারত ম্যাচ মানেই অন্যরকম ব্যাপার। আর ফাইনালেও সবসময় উত্তেজনা কাজ করে। দু’দলই চাইবে ভালো খেলে জযের মাধ্যমে ট্রফি নিতে। আমরাও চাই ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরব।’
এদিকে বাংলাদেশকে সমীহ করছেন ভারত কোচ বিবিয়ানো ফের্নান্দেস, ‘বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা ফাইনালে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’
চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে একটি ড্র এবং দুটি জিতে অপরাজিত ভাবেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। বিপরীতে ভারত জিতেছে সকল ম্যাচ। ভারতের জালে একবারও প্রতিপক্ষ গোল দিতে না পারলেও লাল-সবুজের প্রতিনিধিরা হজম করেছে তিনবার। স্বাগতিক ও পারফরম্যান্স বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও তাদের হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এফএএস
