
গেল কিছুদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রয়েছে অস্থিরতা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। তবে এই দুই দেশের চলমান যুদ্ধাবস্থার মাঝে পিএসএলের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ছিল শঙ্কা।
এবার পাকিস্তানের মাটিতে স্থগিত হয়ে গেল পিএসএল। গ্রুপ পর্বের শেষ দিকের খেলা চলমান ছিল এবারের আসরে। জানা গেছে টুর্নামেন্টের বাকি অংশ খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে বিদেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের পরবর্তী অংশের নতুন সূচি চূড়ান্ত করা নিয়ে কাজ করছে পাকিস্তান ক্রিকেট (বোর্ড)।
পিএসএলের অবশিষ্ট আট ম্যাচের তারিখ ও ভেন্যু নতুন করে ঠিক করা হবে বলে জানিয়েছে পিসিবি। দ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নতুন সময়সূচি। নিরাপত্তা শঙ্কায় থাকা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই আমিরাতে আসর স্থানান্তরের আলোচনা হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:
» বাংলাদেশের সাফ আজ শুরু, সরাসরি দেখবেন যেভাবে
» বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিত, অভিনন্দন জানালো তার ক্লাব
এবারের পিএসএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খেলছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বে তাদের বাকি আর মাত্র এক ম্যাচ। অপরদিকে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে। তাদের বাকি আরো দুই ম্যাচ। এই দুই দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে প্লে অফের জায়গা নিশ্চিত করতে।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস
