
সপ্তাহখানেক আগেই শোনা গিয়েছিল, রিয়াল মাদ্রিদের পাঠ চুকিয়ে ব্রাজিলের ডেরায় পাড়ি জমাতে চলেছেন কিংবদন্তী কোচ কার্লো অ্যানচেলত্তি। তবে রিয়ালের সঙ্গে আর্থিক জটিলতায় থমকে গিয়েছিল সব সম্ভাবনা। যদিও আনচেলত্তিকে পেতে অপেক্ষার সময়সীমা বাড়িয়েছিল ব্রাজিল ফুটবল।
এবার যেন সেই অপেক্ষার ফলই পেতে যাচ্ছে ব্রাজিল। দ্য অ্যাথলেটিকের নতুন প্রতিবেদন অনুযায়ী রিয়ালের সঙ্গে মৌখিক সমঝোতায় এসেছেন আনচেলত্তি। ধারণা করা হচ্ছে লা লিগা চলতি মৌসুম শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন তিনি। আন্দাজ করা হচ্ছে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
এদিকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ছিল আনচেলত্তির। ফলে প্রায় এক বছর আগেই দায়িত্ব ছাড়তে চাইলে চুক্তির বাকি সময়ের তাকে বাকি সময়ের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানায় রিয়াল। ফলে থমকে গিয়েছিল আনচেলত্তির রিয়াল ছাড়ার পদক্ষেপ। তবে রিয়ালও নতুন কোচ পেতে আগ্রহী হওয়ায় আনচেলত্তির সঙ্গে সমঝোতা হয়েছে তাদের।
আরও পড়ুন:
» বার্সেলোনার সেমিফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৬ মে ২৫)
» পিএসএলে মুলতানের বিপক্ষে নাহিদ রানাদের দাপুটে জয়
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে অবশ্য বলা হয়নি বাকি মৌসুমের অর্থ আনচেলত্তি পাবেন, নাকি কোন টাকা পয়সা ছাড়াই দল ছাড়বেন তিনি। তবে প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে তার পরবর্তী গন্তব্য ব্রাজিলেই। আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিল ডাগআউটে দেখার যেতে পারে এই মাস্টারমাইন্ডকে।
প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফরম্যান্সের জেরে চাকরি হারিয়েছেন ব্রাজিলের পূর্ববর্তী কোচ দরিভাল জুনিয়র। এদিকে আনচেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা গেলে তাকেই দলে পেতে চাইছিল তারা। এর আগেও তাকে পাওয়ার অনেকবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছিল ব্রাজিল। তবে এবার আশার আলো দেখছে তারা।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/এফএএস
