
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এ বছর থেকেই তোড়জোড় শুরু। ভারতে চলছে আইপিএল আর পাকিস্তান ব্যস্ত পিএসএল নিয়ে। এরই মধ্যে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছে। পাকিস্তান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।
গতকাল ওই সিরিজসহ আরব আমিরাত সিরিজ ও বিশ্বকাপের জন্য অধিনায়কের নাম চূড়ান্ত করেছে বিসিবি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন লিটন দাস। যদিও আগে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন। তবে এবার তিনি পূর্ণ দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ-পাকিস্তান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৫ মে। শান্ত নেতৃত্ব ছাড়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন লিটন। রবিবার (৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
আরও পড়ুন
»আইপিএলের ম্যাচসহ আজকের খেলা (৫ মে ২৫)
» লখনৌর বিপক্ষে দুর্দান্ত জয়, মুম্বাইকে ছাড়িয়ে গেল পাঞ্জাব
২৫ মে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। একদিনের বিরতির পর ২৭ মে একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ৩০ মে থেকে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন বাকি তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে রাত সাড়ে আটটায়।
পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাত সফরে যাবে টাইগাররা। সেখানে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এক নজরে বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
১ম টি-টোয়েন্টি | ১৭ মে ২০২৫ | শারজাহ স্টেডিয়া | রাত নয়টা |
২য় টি-টোয়েন্টি | ১৯ মে ২০২৫ | শারজাহ স্টেডিয়া | রাত নয়টা |
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
১ম টি-টোয়েন্টি | ২৫ মে ২০২৫ | ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ | রাত সাড়ে আটটা |
২য় টি-টোয়েন্টি | ২৭ মে ২০২৫ | ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ | রাত সাড়ে আটটা |
৩য় টি-টোয়েন্টি | ৩০ মে ২০২৫ | গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর | রাত সাড়ে আটটা |
৪র্থ টি-টোয়েন্টি | ০১ জুন ২০২৫ | গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর | রাত সাড়ে আটটা |
৫ম টি-টোয়েন্টি | ০৩ জুন ২০২৫ | গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর | রাত সাড়ে আটটা |
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/এজে/এনজি
