Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান, একাদশে এক পরিবর্তন

Bangladesh vs Afghanistan A team
ইমার্জিং এশিয়া কাপে টস মুহূর্ত। ছবি- বিসিবি

ওমানে বসেছে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে হংকংকে হারিয়ে আসর শুরু করা আকবর আলীরা আজ জিতলেই সেমিফাইনালে পা দিয়ে রাখবে। এই ম্যাচে রেজাউর রাজাকে বসিয়ে আলিস আল ইসলামকে নেয়া হয়েছে একাদশে।

এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা এ দল। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে লঙ্কা ও বাংলা। এই দুদলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।



আরও পড়ুন :

» টস জিতল দ.আফ্রিকা, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, শিরোপা জিতবে কে?

» সাফের শুরুতেই ড্র, সেমির রেসে টিকে আছে বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: জিসান আলম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, আকবর আলী, শামীম হোসেন, মাহফুজ রাব্বী, আবু হায়দার, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও রিপন মন্ডল।

আফগানিস্তান একাদশ: জুবায়েদ আকবরী, সাদেকুল্লাহ আতাল, দারউইশ রসুল, করিম জানাত, শারাফুদ্দীন আশরাফ, শহীদুল্লাহ, মোহাম্মদ ইসহাক, কায়েস আহমেদ, এএম ঘাজানফর, ফারিদুন দাউদজাই ও বিলাল সামি।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট