Connect with us
ক্রিকেট

বিপিএলের আগেই অনুশীলনে চোট পেলেন তামিম ইকবাল

Tamim Iqbal practice time injury
অনুশীলনে চোট পেয়েছেন তামিম- সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বিপিএলকে সামনে রেখে হোম অব গ্রাউন্ডে গতকাল সোমবার থেকে ব্যাট হাতে অনুশীলন করছেন তামিম ইকবাল খান। বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরবেন টাইগারদের সাবেক কাপ্তান, এমনটাই আশা ভক্তদের। তবে সেই বিপিএল এর আগেই আজ অনুশীলনে চোট পেয়ে দুশ্চিন্তা বাড়িয়েছেন তামিম।

আজ মঙ্গলবার সকালে নেটে অনুশীলন করার সময় তাসকিন আহমেদের একটি গতিময় বল আঘাত হানে তামিমের তর্জনি আঙ্গুলে। তৎক্ষণাৎ অনুশীলন থামিয়ে দেন তিনি। ফিজিও বায়েজেদুল ইসলাম এসে তাকে পর্যবেক্ষণ করেছেন। এরপর ইনডোরের ভেতরে চলে যান তামিম ইকবাল।

তবে ধারণা করা হচ্ছে এবারের চোট খুব একটা গুরুতর নয়। এর আগে কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। লম্বা সময় ধরেই আছেন মাঠের বাইরে। শেষবার তাকে ব্যাট হাতে খেলতে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।



বিপিএল দিয়ে মাঠে ফেরার লক্ষ্যে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে গতকাল মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই ওপেনার ব্যাটার। আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা রয়েছে তামিমের। তবে আবারও তার সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে চোট। ফিজিওর ধারণা মতে এবারের চোট খুব একটা গুরুতর নয়। তবে কবে নাগাদ ফের ব্যাট হাতে তামিমকে নেটে অনুশীলন করতে দেখা যাবে তা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষার পর। 

আরও পড়ুন: বিশ্বকাপের ‘সুপার এইটে’ যাওয়ার লক্ষ্য নেপাল কোচ দেসাইয়ের

ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট