বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত ক্রিকেট পাড়া, কিন্তু আড়ালে বড় হয়ে দেখা দিয়েছে ভিন্ন এক বিষয়— টাইগারদের বিশ্বকাপ খেলা। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বিসিসিআই ও বিসিবির মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। সমর্থকদের বড় একটি অংশ ভারত সফর বয়কটের পক্ষে থাকলেও, ভিন্ন এক বাস্তবতার চিত্র তুলে ধরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীতে জিয়া ইন্টা ইউনিভার্সিটি টুর্নামেন্টের জার্সি উন্মোচনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, দেশের ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে সুদূরপ্রসারী চিন্তা থেকে। আমি যদি বোর্ডে থাকতাম, আমার সিদ্ধান্ত হতো ভবিষ্যৎ থেকে শুরু করে সবকিছু নিয়েই। বোর্ড পরিচালনার ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকলেও বিসিবির স্বায়ত্তশাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, অবশ্যই সরকার ক্রিকেট বোর্ডের একটা বড় পার্ট কিন্তু বোর্ড স্বাধীন। তাই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।
তামিম ইকবাল বলেন, আমাদের ৯০-৯৫% ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনার বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। হঠাৎ করে এখান থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আর একজন পাবলিকলি কমেন্ট করছে— এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনকে আরও বেশি খারাপ করে ফেলে।
তিনি বলেন, আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন, কারণ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নরমাল কমন পাবলিকের চেয়ে আরও অনেক বেশি, আমার চেয়েও অনেক বেশি। সো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন। এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন যেটা একটা আননেসেসারি সিচুয়েশন ক্রিয়েট করছে।
মুস্তাফিজ ইস্যুতে সমর্থকদের প্রশংসায় ভাসলেও বিসিবিকে সতর্ক করেছেন তামিম। তার মতে, একটি বড় প্রতিষ্ঠান কেবল আবেগের ওপর ভিত্তি করে চলতে পারে না। তিনি বলেন, দর্শকরা অনেক কিছু বলবে, কিন্তু তাদের কথা অনুযায়ী আপনি সবসময় চলতে পারবেন না। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরণের দর্শক অনেক ধরণে কথা আবেগে বলে। কিন্তু সবকিছু যদি আমরা ওভাবে চিন্তা করি, তাহলে আপনি এতো বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।
বিসিবির ভারত সফর বয়কটের সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে আর্থিক ক্ষতি। তামিম স্মরণ করিয়ে দিয়েছেন যে, বিসিবির আয়ের সিংহভাগই আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে।
তামিম স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের ৯০/৯৫% ফাইন্যান্স আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’
উল্লেখ্য, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিলে সম্পর্কের অবনতি ঘটে।
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৬/এসএ
