Connect with us
ফুটবল

এবার মিশন সাফ শিরোপা, বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?

Bangladesh football
১১ জুলাই থেকে শুরু হচ্ছে সাফ অনুর্দ্ধ-২০ নারী চ্যাম্পিয়ানশীপ ২০২৫। ছবি: ক্রিফোস্পোর্টস

আগামী ১১ জুলাই থেকে শুরু হচ্ছে সাফ অনুর্দ্ধ-২০ নারী চ্যাম্পিয়ানশীপ ২০২৫। এবারের স্বাগতিক দল বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগামী ১১ জুলাই বেলা ৩টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আয়োজন। সম্পূর্ণ আসরটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

এবারের আসরে খেলছে না ভারত। ইতোমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে না খেলার বিষয়ে অবহিত করেছে। ভারত সরে যাওয়ায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। যেখানে থাকছে না কোনো নকআউট ম্যাচ। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুই বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল  দল এই টুর্নামেন্টে শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে এবং ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

আরও পড়ুন:

» চিকিৎসা সহায়তা পাচ্ছেন ‘গোল্ডেন গার্ল’ ঋতুপর্ণার মা

» খেলা ছেড়ে এবার কোচিং করাবেন বাংলাদেশি নারী ফুটবলার!

বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনে ম্যাচের সময়সূচি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এএফসি ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার।

১১ জুলাই বিকাল ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই নিজেদের যাত্রা শুরু করতে চায় টিম বাংলাদেশ। এরপর ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ নেপাল। ১৫ জুলাই দুপুর ৩টায় এবং ১৭ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দু’টি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দুটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২১ জুলাই সন্ধ্যা ৭টায় নেপালের বিরুদ্ধে।

এদিকে  সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রধান কোচ হিসেবে থাকবেন পিটার জেমস বাটলার।

বাংলাদেশ দল:
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, মোছাঃ সাগরিকা, উমেরা মারমা, পূজা দাস।

মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুন্কি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার, রুমা আক্তার।

গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল