Connect with us

ফুটবল

রোনালদো-জর্জিনা সম্পর্কে অবনতির গুঞ্জন, জল্পনার অবসান

ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা (ছবি- ইএসপিএন)

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ সম্পর্কে অবনতির গুঞ্জন চাওর হয়েছিল চারদিকে। সেই জল্পনা ডালপালা মেলার আগেই তা ছেটে দিলেন রোনালদো। চুপ থাকেননি জর্জিনাও।

আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্প্যানিশ মডেল সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক আগের মতোই আছে। এবার গুঞ্জনের অবসান ঘটালেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীর সঙ্গে ছবি দিয়ে জানিয়েছেন কোনো সম্পর্কে কোনো ফাটল নেই।

ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ভালবাসার উদযাপন। এর আগে সম্প্রতি নেটফ্লিক্সে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ প্রকাশ পায়। সেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয় সামনে আনেন জর্জিনা।

এরপরই সিরিজটি ঘিরে রোনালদো–জর্জিনার মধ্যে দূরত্বের খবর প্রকাশ করে এল ফুতবোলেরো। এরপর থেকেই গুঞ্জন বাড়তে থাকে।

আরও পড়ুন: সুজনের চোখে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে সম্ভাব্য ফলাফল

ক্রিফোস্পোর্টস/২মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল