Connect with us

ক্রিকেট

মৃত্যুশয্যায় বাংলাদেশের সাবেক কোচ স্ট্রিক

জিম্বাবুয়ে দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক (ফাইল ছবি- গুগল)

জিম্বাবুয়ে দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্ট্রিকের সুস্থতার জন্য জিম্বাবুয়ের ক্রীড়াঙ্গন থেকে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী টুইটারে লিখেছেন, ‘হিথ স্ট্রিক জীবনের শেষ পর্যায়ে আছেন। একমাত্র অলৌকিক কিছুই তাকে বাঁচাতে পারে। প্রার্থনা রইল।’

স্ট্রিকের পরিবারের পক্ষ এক বিবৃতিতে থেকে জানানো হয়েছে, স্ট্রিক ক্যান্সারে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকার অন্যতম ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে তার চিকিৎসা চলছে।’

১৯৯৩ সাথে অভিষেকের পর জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্টে করেছেন ১৯৯০ রান এবং ২১৬ টি উইকেট শিকার করেছেন। একইসাথে ১৮৯ ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান এবং শিকার করেছেন ২৩৯ টি উইকেট।

২০০৫ সাথে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এরআগে ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন স্ট্রিক।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। আইসিসি দুর্নীতিবিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় স্ট্রিককে। উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের সিরিজ জয়ের মিশনসহ টিভিতে আজকের খেলা 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৩/এমবি

2 Comments

2 Comments

  1. নাগরিক ডট নিউজ

    16/05/2023 at 12:58 অপরাহ্ন

    খুবই দুঃখজনক

  2. nagorik.news

    16/05/2023 at 1:04 অপরাহ্ন

    very sad news

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট