Connect with us

অন্যান্য

মুশফিকুর রহিমের পোস্ট, কে এই পুলিশ অফিসার?

মুশফিকুর রহিমের ছেলে শাহরুজ রহিম মায়ান। ছবি- গুগল

ক্রিকেটার মুশফিকুর রহিমের একমাত্র ছেলে শাহরুজ রহিম মায়ান। তার বয়স মাত্র পাঁচ। আর এ বয়সেই সে পুলিশ অফিসার হয়ে গেছে! বিষয়টা আসলে বাস্তব নয়।

সোমবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুত্র শাহরুজ রহিম মায়ানকে নিয়ে একটি পোস্ট দেন মুশফিক। এতে দেখা যায়, পুলিশের ড্রেস পরে হাতে ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট মায়ান। ছবিটির ক্যাপশনে মুশফিক লেখেন, সবাই আসসালামু আলাইকুম। শহরের নতুন পুলিশ অফিসার।

এদিকে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের প্রথম সন্তান মায়ানের।

অপরদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তার দল।

আরও পড়ুন: অবসর নিয়ে কী করতে চান জানালেন আশরাফুল

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য