Connect with us

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান তারকা

ক্রিস্টাল প্যালেসের হিউজের গলা চেপে ধরেছেন কাসেমিরো। ছবি- গুগল

প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে এ কেমন আচরণ! ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা ফুটবলার এবার পড়েছেন বড় শাস্তির মুখে। ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ আন্তনিকে ফাউল করায় প্রতিপক্ষ দলের এক ফুটবলারের গলা টিপে ধরেছিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।

আর এতেই রেফারি লাল কার্ড দেখান ম্যানইউর এই মিডফিল্ডারকে। এবার এ ঘটনায় আরও বড় শাস্তির মুখে পড়লেন কাসেমিরো।

এর আগে শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-২ গোল হারিয়েছে ইউনাইটেড। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ফুটবলারকে গলা টিপে ধরে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। এবার তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো।

এদিকে ম্যাচের ৭০তম মিনিটের মাথায় আন্তনিকে ফাউল করাকে কেন্দ্র করে বিবাদে জড়ান দুদলের ফুটবলাররা। এক পর্যায়ে ক্রিস্টাল প্যালেসের হিউজের গলা চেপে ধরে ফেলেন কাসেমিরো। পরে ভিএআরে সেই ঘটনা দেখে কাসেমিরোকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।

অপরদিকে এই নিষেধাজ্ঞার ফলে কাসেমিরো লিডস ইউনাইটেড, লেস্টার সিটির বিপক্ষে তিন ম্যাচে মাঠে নামতে পারছেন না।

আরও পড়ুন: কন্যাদান করে আবেগঘন পোস্টে যা বললেন শহীদ আফ্রিদি

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল