Connect with us

ক্রিকেট

পাকিস্তানে বিশ্বমানের নিরাপত্তা পাবে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তান-নিউজিল্যান্ড অধিনায়কের ফটোসেশন (ছবি- আইসিসি)

টি-২০ ও ওয়ানডে সিজির খেলতে চলতি সপ্তাহে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজ চলাকালে সফরকারীদের বিশ্বমানের নিরাপত্তা দেওয়া আশ্বাস দিয়েছে ইসলামাবাদ পুলিশ।

এরআগে জনবল সংকট ও রমজানের অন্যান্য কার্যক্রমের কারণে কিউইদের নিরাপত্তা দিতে ‘অস্বীকৃতি’ জানিয়েছিল ইসলামাবাদ পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছিল।

ওই সময় পুলিশ বিভাগের সূত্র উল্লেখ করে জিও নিউজ জানায়, ‘নিরাপত্তা প্রদানের জন্য পর্যাপ্ত জনবল তাদের নেই।’ তারা দাবি করে, বিদেশি দলগুলোর নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলামাবাদ পুলিশ জানায়, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আসন্ন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ।’

উল্লেখ্য, এই সফরে পাঁচ ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৪ এপ্রিল থেকে লাহোরে টি-২০ দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টি-২০ শেষে ২৬ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল।

আরও পড়ুন: সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক রশিদ খান

ক্রিফোস্পোর্টস/০৯এপ্রিল২৩/এমবি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট