Connect with us

ফুটবল

গার্সিয়ায় নাখোশ রোনালদো, অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো

রুডি গার্সিয়া ও ক্রিস্টিয়ানো রোনালদো (ছবি- গোল ডটকম)

সম্প্রতি সৌদি প্রো লিগে আল ফায়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে শক্তিশালী দল আল নাসর। ঘটিনার সূত্রপাত সেখান থেকেই; একে অভিযোগের তীরে বিদ্ধ হতে থাকেন কোচ রুডি গার্সিয়া।

যেখানে প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে আল নাসর, সেখানে কী না পিছিয়ে পড়ছে দলটি। শুধুমাত্র কোচের বারবার ভুল সিদ্ধান্তের কারণেই এমনটা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলে, খুদ ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদির সংবাদমাধ্যকে দেওয়া দলটির সবচেয়ে বড় তারকার বক্তব্যের পর বিশ্ব গণমাধ্যমে চাউর হয়েছিল; আল নাসরে গার্সিয়া অধ্যায়ের সমাপ্তি হচ্ছে।

অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। আজ এক বিবৃতিতে আল নাসর জানিয়েছে, ‘দলের কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সমঝোতার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।’

এছাড়াও বিবৃতিতে বিদায়ী কোচ গার্সিয়াকে ধন্যবাদ ও শুভ কামনা জানায় আল নাসর।

এর আগে ফুটবল বিশ্বের মহা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মনে হয়েছে; টিমে ফুটবলারদের নিকট থেকে তাদের সেরাটা বের করে আনতে ব্যর্থ হচ্ছেন গার্সিয়া। আর যে কারণেই দলের পারফরম্যান্সও ভালো হচ্ছে না।

অপরদিকে রোনালদোই নন, গার্সিয়ার ওপর নাকি আল নাসরের মালিকও নাখোশ ছিলেন। এর কারণ, কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছরেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি ফরাসি এ কোচ।

আরও পড়ুন: যে সমীকরণে কাল আইপিএলে অভিষেক হতে পারে লিটনের

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল