Connect with us

ক্রিকেট

কোচ-ম্যানেজারের সাথে রোনালদোর মনোমালিন্য, বিরাজ করছে অস্থিরতা

আল নাসরে চলছে অস্থিরতা (ছবি- গুগল)

সৌদি প্রো লিগের মোড়ল বনে যাওয়া আল নাসর সম্প্রতি পুচকে আল ফায়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। রোনালদোর আল নাসর সম্প্রতি এমন আরও ম্যাচ হাত ছাড়া করেছে।

যারা কী না প্রো লিগের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তাদের এমন দশায় ক্লাবে চলছে অস্থিরতা।

জানা গেছে, আল নাসর কোচ ও ম্যানেজার রুডি গার্সিয়ার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে খুদ ক্রিশ্চিয়ানো রোনালদোর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন গুঞ্জনই চলছে।

গুঞ্জন উঠেছে, গার্সিয়ার পরিকল্পনাই নাকি মনঃপুত হচ্ছে না সিআর সেভেনের। এছাড়া দলের খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে তিনি কোচকেই দায়ী করেছেন!

সৌদির সংবাদমাধ্যমের খবর, রোনালদো মনে করছেন; ফুটবলারদের নিকট থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হচ্ছেন গার্সিয়া। এর ফলেই দলগত পারফর্মেন্স ভালো হচ্ছে না।

এদিকে রোনালদোই নন, কোচ গার্সিয়ার ওপর নাকি আল নাসরের মালিকও বিরক্ত হয়েছেন।

গত বছর কোচের চেয়ারে বসে এক বছরেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি গার্সিয়া। রোনালদোর মতো তারকা ফুটবলার আসার পরও দলের পারফর্মেন্সের বেহাল দশা মেনে নিতে পারছেন না আল নাসর মালিক।

এবার চাউর হয়েছে, হয়তো চলতি মৌসুমের পরেই চাকরি হারাতে পারেন কোচ গার্সিয়া।

প্রসঙ্গত, সৌদি প্রো লিগে টেবিলের দুই নম্বরে আছে আল নাসর। ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তেহাদ।

আরও পড়ুন: আইপিএলে মাঠে নেমেই বিরল কৃতিত্ব গড়লেন ধোনি

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট