Connect with us

ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজ কেন বাড়তি গুরুত্ব, জানালেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ ও বাংলাদেশ দলের ক্রিকেটার (ছবি- বিসিবি)

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে টিম বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা।

এ সিরিজে বাংলাদেশ ফেবারিট হলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছে না বাংলাদেশ। উল্টো এ সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল।

কেন বাড়তি গুরুত্ব: দ্বিতীয় দিনের অনুশীলন শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আসন্ন সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। এর ফলে এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে।

মিরাজ বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই সব জায়গাতেই চ্যালেঞ্জিং। ছোট বা বড় নয়, সব দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আয়ারল্যান্ডকে এখানে ছোট করে দেখার কিছুই নেই। আমরা সব দলকেই সমান সম্মান করে খেলার চেষ্টা করি।

তিনি বলেন, ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছি। এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। আশা করছি, আমরা খুব দ্রুতই পরিকল্পনা করে ভালো ব্যাটিং-বোলিং করতে পারবো।

আর তিন দিন পর চলতি মাসের ৯ তারিখ চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিম-সাকিবরা। এই ভেন্যুতেই ১২ ও ১৪ মে পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম (অধিনায়ক), লিটন, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব, মুশফিক, ইয়াসির আলী, মিরাজ, এবাদত, শরিফুল, মুস্তাফিজুর, হাসান মাহমুদ ও ‍মৃত্যুঞ্জয়।

আরও পড়ুন: কলকাতার ঘাড়ে বিদায় ঘণ্টার আশঙ্কা, নাটকীয় জয়ে বাঁচল প্লে অফের আশা

ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট