Connect with us

ক্রিকেট

আফিফের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ, স্কোয়াডে আছেন যারা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লোগো (ছবি গুগল)

বাংলাদেশ দুটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ম্যাচ দুটি সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এতে দেখা গেছে, আফিফ হোসেনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আগামী ১৬ মে প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে। আর ২৩মে দ্বিতীয় ম্যাচ হবে একই স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে।

বাংলাদেশ স্কোয়াড: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।

এদিকে ১৫ সদস্যের এই স্কোয়াডের ৮ জনই চলতি প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন।

আরও পড়ুন: মেসির পিএসজি অধ্যায় শেষ হচ্ছে 

ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট