Connect with us

ক্রিকেট

আইপিএল শেষ উইলিয়ামসনের তবু পাচ্ছেন ২ কোটি রুপি!

এই ক্যাচ নিতে গিয়েই হাঁটুতে চোট পান উইলিয়ামসন (ছবি- টুইটার)

মাত্র ১২ ওভার খেলে এবারের আইপিলে নিজের ইতি টানতে বাধ্য হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।

এবার গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নেমে ইনজুরির কবলে পরে আসর থেকেই ছিটকে গেছেন তিনি।

মূলত একটি ক্যাচ নিতে গিয়েই হাঁটুতে চোট পান উইলিয়ামসন। এর পরই দেশে ফিরে গেছেন এই ব্লাকক্যাপস।

তবে ভালো খবর হলো, এবারের আইপিএলে আর খেলতে না পারলেও চুক্তির পুরো টাকা তাকে দিচ্ছে গুজরাট টাইটান্স। আর এতেই ৭৪ ম্যাচের আইপিএলে মাত্র ১২ ওভার খেলেই পুরো ২ কোটি রুপি পাচ্ছেন এই কিউই ব্যাটার।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে চোট পেলে বা ছিটকে গেলে, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে কোনো টাকা দিতে হবে না। তবে ওই ক্রিকেটার যদি কিছু ম্যাচ খেলতে পারেন, তবে তাকে পেমেন্ট দিতে হবে।

কিন্তু কোনও ক্রিকেটার যদি প্রতিযোগিতা চলাকালীন চোট পান তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে চিকিৎসার খরচ বহন করতে হবে। এছাড়া ওই ক্রিকেটার আর কোনো ম্যাচ খেলতে না পারলেও পুরো টাকাই দিতে হবে।

সবচেয়ে বড় কথা হলো- প্রতিযোগিতা শুরুর আগে থেকেই কিউই এই ব্যাটারকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু ভাগ্য এখানে সহায় হয়নি। 

আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে বড় জয় পেল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/০৪এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট