
ইডেন গার্ডেন্সে ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে তিনি আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন।
তবে এক ওভারে নয়, দুই ওভার মিলিয়ে টানা ৬ বলে ৬টি ছক্কা মারেন পরাগ।
১৩তম ওভারে মঈন আলির করা প্রথম বলে সিঙ্গেল নেন হেটমায়ার। এরপর বাকি ৫ বলে টানা ৫ ছক্কা মারেন পরাগ, ওভার থেকে আসে ৩২ রান।
আরও পড়ুন
» লখনৌর বিপক্ষে দুর্দান্ত জয়, মুম্বাইকে ছাড়িয়ে গেল পাঞ্জাব
» চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বিসিবির
পরের ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলেও ছক্কা হাঁকিয়ে রেকর্ডের ইতিহাসে নাম লেখান এই ডানহাতি ব্যাটার।
৪৫ বলে ৯৫ রান করেন তিনি, ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।
এর আগে আইপিএলে পরপর ৫টি ছক্কার রেকর্ড আছে গেইল, জাদেজা, তেওয়াটিয়া ও রিংকু সিংয়ের।
দুর্দান্ত ইনিংস খেলেও ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ১ রানে হেরে যায় রাজস্থান রয়্যালস।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/এসএ/এনজি
