Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনিশ্চিত সাকিব

Shakib won't play against West Indies!
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতা আন্দোলনে সরকার পতনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। এতে করে আওয়ামী লীগের সাবেক এমপি থাকায় স্বস্তিতে নেই সাকিব আল হাসান। ইতোমধ্যেই তার যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ঘাড়ে চেপে বসেছে হত্যা মামলাও। এদিকে দেশের জার্সিতে খেলার বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে তিনটি শর্ত দাবি করেন সাকিব। তবে সেসকল দাবি পূরণে রাজি নয় বিসিবি।

লত বাংলাদেশের জার্সিতে খেলতে বিসিবিকে তিন শর্ত জুড়ে দেন সাকিব। দেশে খেলার স্বাধীনতা, সকল ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত এবং দেশ-বিদেশে চলাচলের নিশ্চয়তা এই তিন শর্তপূরণ চেয়ে বিসিবিকে চিঠি দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে বিসিবি তার দেওয়া এই শর্তগুলো পূরণে অসম্মতি প্রকাশ করেছে। ফলে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

এতে করে নির্বাচক প্যানেলকে সাকিবকে ছাড়াই ওয়ানডে স্কোয়াড ঘোষণার নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি দেখতে পাচ্ছেন অনেকেই।



আরও পড়ুন:

» আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

» উইকেটরক্ষকসহ ১১ জন দিয়ে বোলিং করিয়ে নতুন ইতিহাস 

মূলত তৎকালীন আওয়ামী লীগের এমপি থাকাকালীন শেখ হাসিনার সঙ্গে হত্যায় হুকুম দেওয়ার মামলা রয়েছে সাকিবের বিরুদ্ধে। এছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় তাঁর নামে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এসময় সাকিব যেন কোনোভাবেই নিজের টাকা বিদেশে পাচার করতে না পারে সেজন্য সাকিব ও তাঁর স্ত্রীর সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিককে জানান, ‘সাকিব বোর্ড সভাপতিকে তিনটি শর্ত দেন। তারপর সেটা গ্রহণযোগ্য না হলে অনুরোধ করেন যাতে অন্তত তাঁর ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া হয় এবং দেশের মাটিতে খেলার সুযোগ করে দেওয়া হয়। সরকারের করা কোনো কাজে বিসিবির হস্তক্ষেপ করার অধিকার নাই। সরকারের কোনো কাজে যে হস্তক্ষেপ করার কোনো অধিকার বিসিবির নেই সেটা সাকিব বুঝতে চাচ্ছে না।’

এসময় বিসিবি সভাপতির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হাতে সবকিছু নেই। চাইলেও আমরা সবকিছুর সমাধান করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, দলের সঙ্গে অনুশীলন করতে পারে না, ভ্রমণ করতে পারে না। শুধু বিদেশের মাটিতে খেলতে পারবে। এভাবে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন।’

যেহেতু সাকিবের শর্তপূরণ করতে বিসিবি ব্যর্থ হয়েছে সেহেতু দেশের জার্সিতে সাকিবের খেলার সম্ভবনা আরও সংকুচিত হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট