Connect with us
ক্রিকেট

‘মুস্তাফিজ আরও বেশি দাম ডিজার্ভ করে’

“Mustafizur deserves a higher price.”
কলকাতার জার্সিতে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে বিক্রি হয়েছেন তিনি। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইপিএলের ১৯তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে মুস্তাফিজকে পেতে আগ্রহ দেখিয়েছিল একাধিক ফ্রাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত রেকর্ডমূল্যে তাকে দলে টেনেছে কেকেআর।

নিলামে মুস্তাফিজের চড়া দাম ওঠায় খুশি হয়েছে দেশের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ফিজের বর্তমান সতীর্থরাও। তবে সম্প্রতি অবসরে যাওয়া টাইগার ক্রিকেটার শামসুর রহমান শুভ মনে করেন, মুস্তাফিজ আরও বেশি দাম পাওয়ার যোগ্য। তবে যে দাম উঠেতে তা নিয়ে সন্তুষ্ট এই সাবেক ব্যাটার।



মুস্তাফিজ দল পাওয়ার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শুভ বলেন, ‘আলহামদুলিল্লাহ মুস্তাফিজ দলে পেয়েছে দেখে খুবই ভালো লাগছে। আমি মনে করে সে আরও (বেশি দাম) ডিজার্ভ করে। তবে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।’

Shamsur Rahman Shuvo

শামসুর রহমান শুভ। ছবি- সংগৃহীত

মুস্তাফিজ বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করছে। দেশের একজন খেলোয়াড় হিসেবে অনেক খুশি শুভ। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বের কাছে বাংলাদেশকে এত গর্বিত করেছে, এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। একজন খেলোয়াড় হিসেবে আমার অনেক খুশি লাগছে যে, ওর মত একজন ক্রিকেটার এত টাকায় আইপিএলে কেকেআরের হয়ে খেলবে।’

এছাড়া মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে শুভ বলেন, ‘মুস্তাফিজের মতো একজন বোলার বাংলাদেশের হয়ে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে, মাশাআল্লাহ সে অনেক ভালো বল করছে। সে সবসময় ভালো করে। সে কিন্তু ম্যাচের সবচেয়ে কঠিন জায়গায় বল করে। কিন্তু এই রোলটা না সবাই নিতে পারে না, এই ভারটা সবাই সামাল দিতে পারে না।’

আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের ৭ ক্রিকেটারের নাম ছিল। তবে মুস্তাফিজ ছাড়া দল পাননি কেউ। বাকিদের মধ্যে তাসকিনের নাম ডাকা হলেও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট