
শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচ হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে জাওয়াদ আবরারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ঘুরে দাঁড়ায় যুবা টাইগাররা। গতকাল নিজেদের চতুর্থ ম্যাচেও দলের জয়ের পাশাপাশি সেঞ্চুরি তুলে নিয়েছেন জাওয়াদ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এখন পর্যন্ত মাত্র আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই টাইগার ওপেনার। এত কম ম্যাচে খেলে এই দ্রুততম সময়ে দুই সেঞ্চুরি হাকানোর কীর্তি ছিল না এর আগে কোন বাংলাদেশি যুব ক্রিকেটারের। নিজের রেকর্ডের সাথে তিনি দলকে জিতিয়েছেন ১৪৬ রানের বড় ব্যবধানে।
ম্যাচ জিতিয়ে এক ভিডিও বার্তায় জাওয়াদ জানান তার পরবর্তী লক্ষ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। নিজের সেঞ্চুরি নিয়ে জাওয়াদ বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’
আরও পড়ুন:
» গায়ে জড়ানো লাল-সবুজ পতাকা, বাংলাদেশ দলের খুব কাছে সামিত
» অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তামিম ইকবাল
তিনি আরও বলেন, ‘পরবর্তী লক্ষ্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দল হিসেবে ব্যালেন্সড অনেক। আশাবাদী ভালো কিছু করবো আমরা ইনশাআল্লাহ। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’
প্রসঙ্গত, কলম্বোতে গতকাল জাওয়াদের ১১৫ বলে ১১৩ রানের ইনিংসে ভর করে ৩৩৬ রানের রেকর্ড সংগ্রহ করে বাংলাদেশ। যা বিদেশের মাটিতে যুবা টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বড় রান তাড়া করতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস
