Connect with us
স্পোর্টস বক্স

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিসিবির

Bangladesh Cricket board
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক বিসিবির। ছবি- বিসিবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বিসিবি জানায়, শরিফ ওসমান বিন হাদি (১৯৯৩–২০২৫) এর ইন্তেকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।



উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

BCB and Hadi

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করছে।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স