
ড্রয়ের পথেই এগোচ্ছে গল টেস্ট। আর বাকি এক দিনের খেলা। আগামীকাল পঞ্চম দিনে নাটকীয় কিছু না ঘটলে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। তবে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮৫ রান অলআউট হয়ে যায়। এতে ১০ রানের লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের খেলা সমাপ্তির আগে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে শান্তরা। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান।
আগামীকাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিংয়ে বড় সংগ্রহের পাশাপাশি বোলিংয়ে উইকেটের সুবিধা পেলে ফলাফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলে মনে করেন প্রথম ইনিংসে ফাইফার নেওয়া নাঈম হাসান।
আরও পড়ুন:
» বিদেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে যা বললেন নাঈম
» ৫ উইকেট নেওয়া নাঈমের প্রশংসায় রাজ্জাক-নাফিস ইকবালরা
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম বলেন, ‘এই টেস্টে এখনো আমাদের জয়ে
র সুযোগ আছে। যদি আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে ওরা চাপে থাকবে। চাপের মধ্যে রান তোলাটা অনেক কঠিন। তখন ওদের ম্যাচ হারার ভয়ও থাকবে। তখন অনেক কিছু করা সম্ভব। যদি আমরা একটা ভালো টার্গেট দিতে পারি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
গলের উইকেট সম্পর্কে নাঈম বলেন, ‘এখনো উইকেট ভালো আছে। কিন্তু আগামীকাল কেমন হবে, সেটা সবারই অনুমেয়। শেষ দিনের উইকেটে বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকে। ইতোমধ্যে উইকেটে ভাঙন শুরু হয়েছে। আগামীকাল আমরা সেই সুবিধাটা নেয়ার চেষ্টা করব। তবে ভালো সংগ্রহ পেলে আমাদের জন্য ভালো হবে। এতে ওরা চাপে থাকবে।’
গলের উইকেট এখনও অনেকটাই ব্যাটিং সহায়ক। তবে আজকের পিচে বেশ কিছু টার্ন পেয়েছেন স্পিনাররা। আগামীকাল এই পিচ থেকে সুবিধা পেতে পারেন স্পিনাররা। আর সেটাই কাজে লাগাতে চাইবেন নাঈম-তাইজুলরা।
ক্রিফোস্পোর্টস/২০জুন২৫/বিটি
