
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বড় বড় ইভেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচের মতো বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ দেখতেও মুখিয়ে থাকেন অনেকে, এশিয়ার ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে মাঠে নামছে দুই দল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই সমানে সমানে লড়াই। তবে পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরাই। দুই দলের মুখোমুখি দেখায় লঙ্কানদের সাফল্যই বেশি।
সবধরনের খেলা মিলিয়ে এখন পর্যন্ত ২০টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে ১২ ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে। তবে সবশেষ ১০ দেখায় দু’দলই সমান ৫টি করে মাচে জয় পেয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ২ বার। এরমধ্যে দু’দলই সমান একটি করে জয় পেয়েছে। ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরে লঙ্কানদের ২৩ রানে হারিয়েছিল টাইগাররা। এরপর ২০২২ এশিয়া কাপে দ্বিতীয়বারের দেখায় হেরে যায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৮৩ রান তুলেও শেষ পর্যন্ত ২ উইকেটে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে এশিয়া কাপের ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্লাস পয়েন্ট সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে সফলতা। গত জুনেই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। সেই সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে পরাজিত করেছিল লিটন দাসের দল। লঙ্কানদের মাটিতে দুর্দান্ত এই সিরিজ জয় এশিয়া কাপে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস যোগাবে।
আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। সবমিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/বিটি
