
হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল (বৃহস্পতিবার) এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। ২০১৪ সালের সেই অঘটনের ক্ষত মুছে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচে লিটনদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানদেরকেই এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। তবে এই ম্যাচে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এর পেছনে বড় কারণ হলো সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সাফল্য। গত জুনেই শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের ম্যাচে সেটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের।
শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার তানজিম সাকিব। লঙ্কানদের বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের লক্ষ্য একদম সোজাসাপ্টা। আমার জয়ের জন্যই মাঠে নামবো। এর আগে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছি। কালকের ম্যাচে এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বৈশ্বিক ইভেন্টগুলোতেও প্রায়ই মুখোমুখি হয়ে থাকে বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলার বেশ অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। তাদের দুর্বল কিংবা শক্তিশালী দিকগুলোর ব্যাপারে ভালো ধারণা আছে তানজিমদের। সেটাই কাজে লাগিয়ে আগামী ম্যাচে ভালো করতে চান তারা।
তানজিম বলেন ‘এশিয়া কাপের আগেও আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। বিশ্বকাপে জিতেছি, গত সিরিজেও জিতেছি। তাদের সবাইকে আমরা ভালো করেই চিনি। তাদের শক্তিশালী এবং দুর্বল দিকগুলোও জানা। এ নিয়ে আমরা ঠিকঠাক পরিকল্পনা করে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামব। তাদেরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তাদের দিকে বাড়তি নজর থাকবে।’
আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/বিটি
