Connect with us
ফুটবল

১১ গোল জালে জড়িয়ে গোলরক্ষকের কাছে ক্ষমা চাইলেন হলান্ড

Erling Haaland goal against Maldova
মালদোভার বিপক্ষে হলান্ডের গোল। ছবি- সংগৃহীত

 

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে বুধবার মলদোভাকে রীতিমত বিধ্বস্ত করেছে নরওয়ে। এদিন ১১-১ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। আর এই ম্যাচে জয়ের নায়ক আর্লিং হলান্ড একাই করেছেন ৫ গোল। প্রতিপক্ষের জালে এতো গোল জড়িয়ে তিনি ক্ষমা চেয়েছেন গোলরক্ষক ক্রিস্তিয়ান আভরামের কাছে।

ম্যাচ শেষে আভরাম সংবাদ সম্মেলনে বলেন, এতো গোল করার জন্য হলান্ড ক্ষমা চেয়েছেন তার কাছে। তিনি জানান, ‘ম্যাচের পর হালান্ড আমাকে বলেছিল, এটা তার দোষ ছিল না। প্রতিটি গোলের পর তাড়াহুড়ো করার জন্য সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সে বলেছিল গোল ব্যবধান বাড়িয়ে তাদের এগিয়ে যাওয়া প্রয়োজন।’



উলেভাল স্টাডিওনে সেই ম্যাচে ১১তম মিনিটে নিজের প্রথম গোল করেন আর্লিং হলান্ড। এরপর ৩৬ মিনিটে দ্বিতীয় গোল এবং ৪৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ম্যানচেস্টার সিটির তারকা। দ্বিতীয়ার্ধের খেলায় ৫২ এবং ৮৩ মিনিটে আরও দুই গোলের দেখা পান তিনি। এছাড়াও হ্যাটিট্রক পূরণ করেছেন থেলো আসগার্ড।

কাগজে কলমে এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ খেলা পুরোপুরি নিশ্চিত করতে না পারলেও সেটা যেন এখন কেবল সময়ের ব্যাপার। কেননা বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। নিজেদের খেলা পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে হলান্ডরা। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলা তাদের জন্য অনেকটাই নিশ্চিত।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল