
ক্রিকেট ক্যারিয়ারে নানা সময় বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচনায় ছিলেন ভারতীয় পেসার শ্রীশান্ত। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। এরপর মাঠে ফিরলেও এবার বেফাঁস মন্তব্য করে আরও বড় শাস্তির মুখে পড়লেন ভারতের ঘরোয়া লিগে খেলা এই ক্রিকেটার।
ভারতের কেরালা অঞ্চলের ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। আজ শুক্রবার (২ মে) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেসিএ। মূলত মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করার দায়ে তিনি এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট সংস্থাটি।
চলতি বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালার দল থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। এ ঘটনার পর ভারতের সাবেক এই পেসার মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি। বিষয়টি ভালো ভাবে নেয়নি স্থানীয় ক্রিকেট সংস্থা।
আরও পড়ুন:
» ভারতে দেখা যাচ্ছে না ৪ পাকিস্তানি ক্রিকেটারের ইনস্টাগ্রাম!
» তিন ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা
ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। তবে শ্রীশান্ত সে নোটিশের সন্তোষজনক জবাব দিতে পারেননি, এমন অভিযোগ করে বিনোদ কুমার নামের কেসিএর এক কর্মকর্তা বলেন, ‘তার উত্তর সন্তোষজনক ছিল না। ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিল।’
ভারতের জাতীয় সকল ফরমেটেই খেলার অভিজ্ঞতা আছে শ্রীশান্তের। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে প্রতিনিধিত্ব করে পেয়েছেন ১৬৯ উইকেট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন শ্রীশান্ত।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস
