Connect with us
ক্রিকেট

তাসকিনকে নিয়ে মিলল বড় সুখবর

Great news about Taskin
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

পায়ের গোড়ালির ইনজুরিতে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি এই পেসার। এই ইনজুরি থেকে সেরে উঠতে উন্নত চিকিৎসার জন্য এই সপ্তাহের শুরুর দিকে ইংল্যান্ডে গেছেন এই স্পিডস্টার। সেখানে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর তার চোট নিয়েছে মিলেছে সুখবর।

পায়ের গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে এখন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাসকিনের। আপাতত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী রিহ্যাভ করেই মাঠে ফিরতে পারবেন এই টাইগার পেসার। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গেল রোববার (২৭ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন। এরপর ২৯ ও ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। আজ বৃহস্পতিবার তৃতীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে গোড়ালির চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসার কথা ছিল। অবশেষে তৃতীয় চিকিৎসককে দেখানোর পর আপাতত তাসকিনকে ছুরি-কাচির নিচে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

» ৫ মে শুরু নিউজিল্যান্ড সিরিজ, সিলেট পৌঁছেছেন মুস্তাফিজরা

» মেসির ১৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রাফিনিয়া 

অবশ্য এর আগে দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন, পায়ের গোড়ালির ইনজুরি থেকে তাসকিনের শতভাগ মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই আগামী দিনগুলোতে এটাকে মানিয়ে নিয়েই খেলা চালিয়ে যেতে হবে এই পেসারকে।

দেবাশীষ বলেছিলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে। এটাকে ম্যানেজ করে খেলা চালিয়ে যেতে হবে। ওর ব্যথাটা যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

যদিও এখন তাসকিনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে এই চোট কাটিয়ে পুনরায় কবে মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট