Connect with us
অন্যান্য

পবিত্র শবে বরাত নিয়ে বিপিএল দলগুলোর শুভেচ্ছা বার্তা

Bpl teams wishing for Shab-e-Barat (1)
শবে বরাতে বিপিএল দলগুলোর শুভেচ্ছা বার্তা। প্রতীকী ছবি

পবিত্র শবে বরাত মুসলিম জাতির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় ইবাদত বন্দেগি করে কাটায়। এবার এই বিশেষ রাতের মহিমায় ভক্ত সমর্থকদের শুভেচ্ছা বার্তা দিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

কিছুদিন আগেই শেষ হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে সক্রিয় টুর্নামেন্টের দলগুলো। আর তাই শবে বরাতের আগ মুহূর্তে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই রজনীর ফজিলত বর্ণনা করে আল্লাহ তায়ালার কাছে রহমত ও মাগফিরাত কামনার কথা বলা হয়।

ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেইজে পোস্ট করে লিখে, ‘আসুন, আল্লাহর রহমত ও মাগফিরাতের এই রাতে প্রার্থনায় মগ্ন হই, গুনাহের ক্ষমা চাই, এবং আগামী দিনের জন্য কল্যাণ কামনা করি।’




আরও পড়ুন:

» পাকিস্তান-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৪ ফেব্রুয়ারি ২৫)

» বুমরাহ নেই, ভারত ম্যাচের আগে কী পরিকল্পনা শান্তদের?


এদিকে রংপুর রাইডার্স কোরআনের একটি আয়াত উল্লেখ করেছে, “তারা কি জানে না যে আল্লাহ তাঁর বান্দাদের তাওবা কবুল করেন, তাদের থেকে দান গ্রহণ করেন এবং আল্লাহই তওবা গ্রহণকারী, পরম দয়ালু?” — সূরা আত-তাওবা (৯:১০৪)। এরপর তারা লিখে, ‘তাওবার মাধ্যমে নিজের জীবন আলোকিত করুন: শব-ই-বরাতের পবিত্র রজনীতে ক্ষমা ও রহমতের দরজা উন্মুক্ত!’

আর বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বলেছে, ‘ফরচুন বরিশালের পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা! “আল্লাহ তাঁর সাথে অংশীদার করাকে ক্ষমা করেন না, বরং যাকে ইচ্ছা ক্ষমা করেন।” — সূরা আন-নিসা (৪:৪৮)। এই পবিত্র রাত সকলের জন্য শান্তি, ক্ষমা এবং ঐশ্বরিক আশীর্বাদ বয়ে আনুক।’

আর রানার্সআপ দল চিটাগং কিংস পোস্ট করে লিখেছে, ‘কিংস পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আশা করি আমাদের সকলের দোয়া কবুল হবে এবং আমরা নিজেদের গুনাহ থেকে পরিত্রাণ পাবো।’

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in অন্যান্য