Connect with us
ক্রিকেট

রিয়াদ ভাই সবার সঙ্গে মেশেন, দলকে চাঙা রাখেন: শরিফুল

Riyad Bhai gets along with everyone, keeps the team strong: Shoriful
মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন শরিফুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারও রয়েছেন। বিশেষ করে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বয়সে সবচেয়ে বড় মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সে বড় হলেও দলের অন্যান্য বয়সের ক্রিকেটারদের সঙ্গে সহজেই মিশতে পারেন তিনি। ড্রেসিংরুমে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন ৩৮ বয়স বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার।

মাহমুদউল্লাহর এমন মিশুক ও বন্ধুত্বপূর্ণ স্বভাব নিয়ে এর আগেও বলেছিলেন লিটন দাস ও শেখ মেহেদি। এবার টাইগার পেসার শরিফুল ইসলাম এ নিয়ে প্রশংসা করলেন।

বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের এই টুর্নামেন্ট ও সতীর্থদের নিয়ে ভাবনার কথা ভিডিও আকারে প্রকাশ করছে বিসিবি। যার নাম দেওয়া হয়েছে দ্য রেড গ্রিন স্টোরি। আজ মঙ্গলবার (৪ জুন) এই ধারাবাহিকের নতুন এপিসোড প্রকাশ করা হয়েছে যেখানে নিজের ভাবনার কথা জানিয়েছেন শরিফুল।



সেখানে দলের সিনিয়র-জুনিয়র সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসান শরিফুল। তিনি বলেন, ‘ সত্যি বলতে সিনিয়র জুনিয়র বিষয়টি খুব কম মাথায় আসে। মনে হয় যেন একটা পরিবার। সবাই বন্ধুর মতো আচরণ করে। রিয়াদ ভাই সবার সঙ্গে সবচেয়ে ভালো মেশেন। মনেই হয় না উনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়। পুরো দলকে চাঙ্গা করে রাখেন। মনে হয় যে অনেক দিন ধরে আমরা একসঙ্গে জাতীয় দলে খেলছি।’

এছাড়া শান্ত-তাসকিন-মুস্তাফিজদের নিয়েও প্রশংসা করেন শরিফুল। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই খেলা হচ্ছেনা তার। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাসকিন-মুস্তাফিজদের সঙ্গে জুটি বাধা হবে না এই বাহাতি পেসারের।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর: নেইমার 

ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট