
ভারত-পাকিস্তান প্রতিবেশী দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর সামনে আসে। সেই সূত্র ধরে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) আয়োজিত সব টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
সোমবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ (১৯ মে) সকাল থেকে এশিয়া কাপ এবং মেয়েদের এমার্জিং টিমস এশিয়া কাপে বিসিসিআই অংশ নিচ্ছে না—এমন কিছু প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এসব খবরে কোনও সত্যতা নেই। বিসিসিআই এখনও পর্যন্ত কোনও এএসিসি ইভেন্ট নিয়ে আলোচনা করেনি বা সিদ্ধান্ত নেয়নি। এএসিসিকে কিছু জানানোর তো প্রশ্নই ওঠে না। আমাদের বর্তমান মনোযোগ আইপিএল এবং ইংল্যান্ড সিরিজে, যা পুরুষ ও মহিলা উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন
» পিএসএলে খেলতে বিসিবি থেকে অনুমতি পেলেন মিরাজ
» প্লে-অফ নিশ্চিত করতে মুস্তাফিজের দিল্লির সামনে কঠিন সমীকরণ
তিনি যোগ করেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনও এএসিসি ইভেন্ট নিয়ে আলোচনা এখনও কোনও পর্যায়েই আসেনি। তাই এই সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ অনুমাননির্ভর ও কাল্পনিক। যখনই বিসিসিআই এ ধরনের কোনও বিষয়ে সিদ্ধান্ত নেবে, তখন তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
প্রতিবেদনে কী ছিল?
প্রতিবেদনে দাবি করা হয়, বিসিসিআই ইতোমধ্যেই এএসিসিকে জানিয়েছে যে, তারা জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মেয়েদের এমার্জিং টিমস এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে ভারতে আয়োজিত পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ হচ্ছে এএসিসির বর্তমান প্রেসিডেন্ট মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ভারত যদি এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তাহলে পুরো টুর্নামেন্ট অনিশ্চয়তায় পড়ে যাবে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য অনেকটাই কমে যাবে। অধিকাংশ স্পন্সর এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠান ভারতকেন্দ্রিক হওয়ায়, এই দুদেশের মুখোমুখি ম্যাচ ছাড়া এশিয়া কাপের আর্থিক সাফল্য প্রায় অসম্ভব।
২০২৪ সালে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব ১৭০ মিলিয়ন ডলারে আট বছরের জন্য কিনে নেয় সনি পিকচার্স নেটওয়ার্ক। যদি এ বছরের টুর্নামেন্ট বাতিল হয়, তাহলে চুক্তির নতুন করে শর্ত নির্ধারণ করতে হতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এসএ
