
জাতীয় দলের চেয়েও যেন ক্লাবের সাথেই বেশি সম্পর্ক ছিল। তবে অবশেষে ইতি টানতে হচ্ছে সেই সম্পর্কের। ইতালির সিরি-আ লিগের ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট তারকা মিডফিল্ডার লুকা মদরিচ। রিয়ালের সাথে ১৩ বছরের সম্পর্ক শেষ হলো কাল।
সবকিছু একরকম নিশ্চিতই ছিলো। অপেক্ষা ছিলো শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। ৩৯ বছরের মদরিচকে দলে নেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে এসি মিলান। তবে চুক্তির অংক নিয়ে দুই পক্ষের কেউই কথা বলেনি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রোয়াট অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিরি-আর ক্লাবটি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে এসি মিলান। সেখানে মদরিচ বলেছেন, নতুন ঠিকানায় এসে খুব খুশি এবং নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন।
আরও পড়ুন :
»জাতীয় দলে ফেরা নিয়ে সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি?
»সাগরিকাকে মিস করবে বাংলাদেশ, ভুটানের বিপক্ষে পরিসংখ্যান কী?
মাত্রই শেষ হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে মদরিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা অনেক আগেই এসেছিলো। আসরের সেমিফাইনালে পিএসজির কাছে স্প্যানিশ জায়ান্টদের ৪-০ গোলে হেরে যাওয়ার মধ্য দিয়ে ইউরোপের সফলতম ক্লাবটিতে শেষ হয়ে যায় মদরিচের পথচলা।
রিয়ালের জার্সিতে ১৩ বছরের পথচলায় ছটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, চারটি স্প্যানিশ লা লিগা, পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন ক্রোয়াট তারকা। ২০০৬ সাল থেকে ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলছেন মদ্রিচ। এ পর্যন্ত ১৮৮ ম্যাচ খেলে ২৮টি গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এজে/এনজি
