Connect with us
ফুটবল

৬ কোটি পাউন্ডে রিয়াল ছেড়ে আর্সেনালে সুবিমেন্দি

Martín Zubimendi joins Arsenal
রিয়াল সোসিয়েদাদ ছেড়ে আর্সেনালে পাড়ি জমিয়েছেন সুবিমেন্দি। ছবি- সংগৃহীত

রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। আর এর জন্য তাদেরকে গুণতে হয়েছে ৬ কোটি পাউন্ড। গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ এই মিডফিল্ডার গানারদের দ্বিতীয় সংযোজন।

এর আগে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার কেপা আরিজাবালাগা দলে ভিড়িয়েছিল তারা।

যদিও ২৬ বছর বয়সী এই খেলোয়াড় গত গ্রীষ্মে লিভারপুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। রিয়াল সোসিয়েদাদের মূল দলে যোগ দেওয়ার আগে থেকেই তিনি তাদের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন এবং ১০টি গোল করেছেন। তিনি আর্সেনালের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।

নিজের নতুন ক্লাব সম্পর্কে মার্তিন সুবিমেন্দি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের একটি অসাধারণ মুহূর্ত। এটা এমন একটা পদক্ষেপ যা আমি খুঁজছিলাম এবং আমি এমন একটা পদক্ষেপ নিতে চেয়েছিলাম। এখানে পা রাখার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন এই ক্লাব এবং এই দলটি কত বড়।’

আরও পড়ুন:

» গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

» গোল করে জোটার স্মৃতি ফিরিয়ে আনলেন ফুটবলাররা 

সুবিমেন্দি সম্প্রতি ইউরো ২০২৪ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে তিনি হাফ টাইমে ম্যানচেস্টার সিটির রদ্রির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে স্পেন ট্রফি জয় করে। স্পেনের হয়ে মার্তিন সুবিমেন্দির ১৯টি ম্যাচ রয়েছে। গত মৌসুমে রদ্রির হাঁটুর গুরুতর আঘাতের কারণে তিনি স্পেনের নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেন।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল