
অবশেষে চলমান শ্রীলঙ্কা সিরিজে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। শুরুতে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে জিততে জিততেও হেরে যায় স্বাগতিকরা। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয়ের সুযোগ তৈরি করে হেরে যায় তারা। অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে জোয়ার থেকে পেল সিকান্দার রাজার দল।
শনিবার (৬ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিকান্দার রাজার দল।
এদিন ৩৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের মধ্য দিয়ে একটি রেকর্ডও করেছে তারা। টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটি তাদের সবচেয়ে দ্রুততম জয়। এর আগে রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১৯ সালে ব্রিডিতে আইরিশদের বিপক্ষে ২০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল দলটি।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। এর মধ্যে কামিল মিশ্রা ২০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি। এরপর ষষ্ঠ উইকেট চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকার জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে সফরকারীরা। এই জুটিতে ইনিংসের সর্বোচ্চ ২৬ রান যোগ করেন তারা।
দলীয় ৬৪ রানের মাথায় শানাকা ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ২১ বলে ১৫ রান করেন এই অলরাউন্ডার। এরপর আসালাঙ্কাও ১৮ রান করে ফিরে গেলে বাকিরা কেউই আর ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তাতে ৮০ রানেই সমাপ্ত হয় লঙ্কান ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।
জিম্বাবুয়ের পক্ষে চার ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন সিকান্দার রাজা। ২.৪ ওভারে ১৫ রান খরচায় সমান ৩টি উইকেট নেন ব্রাড ইভানস। এ ছাড়া মুজারাবানি ২টি এবং শন উইলিয়ামস একটি উইকেট নেন।
জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েও কিছুটা হোঁচট খেয়েছিল। দলীয় ২৭ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে রায়ার্ন বার্ল ও তাসিঙ্গা মুসেকিওয়ার অপরাজিত জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। বার্ল ২২ বলে ২০ এবং মুসেকিওয়া ১৪ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া ব্রায়ান বেনেট ১৯ এবং তাদিওয়ানাশে মারুমানি ১৭ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে দুশমন্ত চামিরা ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া বিনুরা ফার্নান্দো ও মহেশ থিকশানা একটি করে উইকেট নেন।
এই জয়ের মধ্যে দিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। আগামীকাল (রোববার) সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা: ৮০/১০ (১৭.৪ ওভার)
জিম্বাবুয়ে: ৮৪/৫ (১৪.২ ওভার)
ফলাফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/বিটি
